নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের ইপিজেডে মো. গোলাম ফারুক নামে জাতীয় শ্রমিক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) সকালে থানার সিমেন্ট ক্রসিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার গোলাম ফারুক বোয়ালখালী উপজেলার মৃত রুহুল আমীনের ছেলে। তিনি জাতীয় শ্রমিক লীগ মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড শাখা কমিটির সহ-সভাপতি এবং মেঘনা পেট্রোলিয়াম এমপ্লয়িজ ইউনিয়নের অর্থ, দপ্তর ও প্রচার সম্পাদক। ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামির হোসেন জিয়া জানান, তাকে গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।