সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
spot_img

লোহাগাড়ায় ইউপি সদস্যসহ ৩ জনকে গুলি ও কুপিয়ে জখম

লোহাগড়া প্রতিনিধি: চট্টগ্রাম: লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল আহমেদ ও তার দুই ছেলেকে গুলি ও কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। সোমবার (১১ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে কুমিরাঘোনা চাকফিরানী কালিনগর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।আহতরা হলেন, ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রফিক আহমদ (৫০), তার ছেলে মিজবাহ উদ্দিন মিশাল (২০) ও মো. ফয়সাল আহমেদ (২৫)।স্থানীয় সূত্র জানায়, স্থানীয় তৌহিদ বাহিনীর নেতৃত্বে গুলি চালানো হয়।
তাঁর সঙ্গে আরও ১০-১২ জন সন্ত্রাসী অংশ নেয় বলে অভিযোগ রয়েছে।
মো. ফয়সাল বলেন, রাতে দোকান বন্ধ করে ফেরার পথে উৎপেতে থাকা সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে রফিক ও তার ছেলে মিশাল গুলিবিদ্ধ হন। মোটরসাইকেল থেকে পড়ে গেলে ইউপি সদস্য রফিক আহমদকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয় এবং লক্ষ্য করে গুলিও ছোঁড়া হয়। পরে আহতদের বাড়িতে নেওয়ার পরও গুলি চালানো হয়। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত চট্টগ্রাম জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, ধারালো অস্ত্রের কোপ ও গুলিতে বাবা ও দুই ছেলে সহ তিনজন আহত হয়েছেন। এর মধ্যে বাবা রফিক হাসপাতালে ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। রফিকের শরীরে গুলির আঘাত রয়েছে। ছেলেরা ভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img