বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫
spot_img

ইয়াবা দিয়ে ফাঁসানো : বরখাস্ত ২ পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক: টাকা না পেয়ে আটক করা ব্যক্তিকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে চট্টগ্রাম নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) দুই সদস্যকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।আদালতে দায়ের হওয়া এক মামলার প্রেক্ষিতে মঙ্গলবার (১২ আগস্ট) তাদের বিরুদ্ধে শাস্তিমূলক এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের বন্দর জোনের উপ-কমিশনার আবু বক্কর সিদ্দিক।সাময়িক বরখাস্ত হওয়া দুই পুলিশ সদস্য হলেন- নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের বন্দর জোনের উপ-পরিদর্শক (এসআই) মো. মহসিন ও কনস্টেবল মো. আজাদ।
এর আগে, সোমবার চট্টগ্রাম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সরকার হাসান শাহরিয়ারের আদালতে নগরীর ডবলমুরিং এলাকার বাসিন্দা মোছা. সাবিনা নামে এক নারী তাদের বিরুদ্ধে মামলা করেন। এতে তিনি অভিযোগ করেন, গত ২২ জুলাই বিকেলে তার খালাত ভাই মো. জাকিরকে নগরীর কদমতলি মোড় থেকে আটক করে মনসুরাবাদে গোয়েন্দা শাখার বন্দর জোনের কার্যালয়ে নিয়ে যায়। সেখানে জাকিরেরর কাছ থেকে দুই লাখ টাকা দাবি করা হয়। কিন্তু টাকা দিতে অস্বীকার করায় তাকে মারধর করা হয়।
টাকা না পাওয়ায় ‘৪০০ পিস ইয়াবা উদ্ধারের’ অভিযোগে নগরীর ডবলমুরিং থানায় মামলা দিয়ে ২৩ জুলাই জাকিরকে আদালতে পাঠানো হয় বলে বাদী মামলার আরজিতে অভিযোগ করেন। আদালত মামলাটি তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন।
জানতে চাইলে নগর গোয়েন্দা পুলিশের বন্দর জোনের উপ-কমিশনার আবু বক্কর সিদ্দিক বলেন, ‘যেহেতু মামলা হয়েছে এবং সেটি তদন্তাধীন আছে, তাই শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিভাগীয় ব্যবস্থা হিসেবে দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জিজ্ঞাসাবাদে দুই পুলিশ সদস্য যদিও অভিযোগ অস্বীকার করেছেন, তবে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে অভ্যন্তরীণ তদন্ত হবে।’

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img