শনিবার, আগস্ট ৩০, ২০২৫
spot_img

রোহিঙ্গা ক্যাম্পে সড়ক অবরোধ: কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যান চলাচল বন্ধ

টেকনাফ প্রতিনিধি : কক্সবাজার-টেকনাফ শহিদ এটিএম জাফর আলম মহাসড়ক অবরোধ করেছেন রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত স্থানীয় শিক্ষকরা। সোমবার (১৮ আগস্ট) সকাল ৭টা থেকে শুরু হওয়া এই আন্দোলনের কারণে প্রায় ৫ ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ রয়েছে। উভয় পাশে আটকা পড়েছে শত শত গাড়ি, যাত্রী ও চালকরা পড়েছেন ভোগান্তিতে।
চাকরিচ্যুত শিক্ষকরা জানিয়েছেন, অর্থ সংকটের কারণে ইউনিসেফসহ কয়েকটি এনজিও তাদের চাকরি বাতিল করেছে। প্রশাসনের আশ্বাস সত্ত্বেও সমাধান না হওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। স্থানীয় শিক্ষক নেতা সাইদুল ইসলাম শামীম বলেন, “আমরা দাবি করছি, চাকরিচ্যুত শিক্ষকদের পুনর্বহাল করা হোক এবং ক্যাম্পে শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করা হোক।”
অবরোধের কারণে মহাসড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েছেন কয়েকশ’ নারী-পুরুষ। কভার্ডভ্যান চালক ইদ্রিস বলেন, ‘দেড় ঘণ্টা ধরে আটকে আছি। দুর্ভোগের শেষ নেই।’ স্থানীয় বাসিন্দা আবু তালেব জানান, দীর্ঘ ৩ কিলোমিটার হেঁটে গন্তব্যে যাচ্ছি, খুব কষ্ট হচ্ছে। ৭০ বছর বয়সী আমিনা খাতুন বলেন, ‘আমি অসুস্থ। ডাক্তার দেখাতে আসছি।’
ঘটনাস্থলে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। এনজিও কর্মীরা ক্যাম্পে প্রবেশের চেষ্টা করলে আন্দোলনকারীরা বাধা দেন। আন্দোলনের মধ্যে একজন পকেটমারকে পুলিশে সোপর্দ করা হয়েছে। শিবির নেতা সাইদি জানিয়েছেন, ‘স্থানীয় শিক্ষকদের পাশে দাঁড়িয়েছি।’ এছাড়া, জুলাই যোদ্ধা জিনিয়া তিন দফা দাবি ঘোষণা করেছেন।
উল্লেখ্য, অর্থ সংকটের কারণে সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্প থেকে প্রায় ১ হাজার ২০০ স্থানীয় শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, বেতন বৃদ্ধির কথা বলায় তাদেরকে ছাঁটাই করা হয়েছে। তবে রোহিঙ্গা শিক্ষকরা এখনও দায়িত্বে বহাল রয়েছেন।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা

সাতকানিয়া প্রতিনিধি : দীর্ঘ অর্ধ যুগের বেশি সময় পর...
spot_img