শনিবার, আগস্ট ৩০, ২০২৫
spot_img

জীবনের কঠিন সময় পার পরীমণির, কন্যা আইসিইউতে

বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় মুখ পরীমণি এখন জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন। দুই সন্তানসহ পরিবারের তিনজনই হাসপাতালে শয্যাশায়ী। সবচেয়ে ভয়াবহ অবস্থায় আছেন তার ছোট্ট মেয়ে সাফিরা সুলতানা প্রিয়ম, যাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।সোমবার (১৮ আগস্ট) রাতে নিজের ফেসবুক পেজে পরীমণি লিখেছেন, ‘আমার মেয়ে আইসিইউতে! আমার ছেলের ১০২ জ্বর। আমার ১০৩.৫ জ্বর, কাশি, শ্বাসকষ্ট।’এর আগে সোমবার সকালেই জানান, ‘বাসার সবার জ্বর।’ রবিবার সকালে অসুস্থতা অনুভব করতেই ছেলে পদ্মকে নিয়ে হাসপাতালে যান অভিনেত্রী। চিকিৎসকরা শারীরিক অবস্থা খারাপ দেখে মা-ছেলেকে হাসপাতালে ভর্তি করে নেন। এখন তিনজনই চিকিৎসাধীন।পরীমণির ঘনিষ্ঠজনরা জানাচ্ছেন, শ্বাসকষ্ট কিছুটা কমলেও তার জ্বর ও শরীরব্যথা রয়ে গেছে। চিকিৎসকরা আরও কয়েকদিন হাসপাতালে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
গত ১০ আগস্ট ছিল পদ্মর তৃতীয় জন্মদিন। সেই আনন্দঘন দিনে ঘনিষ্ঠজনদের নিয়ে আয়োজন করেছিলেন পরীমণি। কিন্তু জন্মদিনের উচ্ছ্বাস শেষ না হতেই অসুস্থতার দুঃসংবাদ নেমে আসে। প্রথমে জ্বরের ছবি পোস্ট করেন ফেসবুকে, এরপর একে একে পরিবারজুড়ে ছড়িয়ে পড়ে ভাইরাসের সংক্রমণ। ধারণা করা হচ্ছে, অনুষ্ঠানে উপস্থিত কোনো অতিথির মাধ্যমে বাসায় প্রবেশ করে এ জীবাণু।
এই কঠিন সময়েও পেশাগত পরিকল্পনা এগিয়ে নিচ্ছিলেন পরীমণি। শিগগির শুরু হওয়ার কথা তার নতুন ছবি ‘গোলাপ’-এর শুটিং। নিরবের বিপরীতে তিনি অভিনয় করবেন এই রাজনৈতিক থ্রিলারে। তবে শুটিংয়ের আগে তার সুস্থ হওয়াটাই এখন সবচেয়ে বড় প্রয়োজন।
সোশ্যাল মিডিয়ায় পরীমণির অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা দোয়া করছেন অভিনেত্রী ও তার সন্তানদের জন্য। কেউ লিখেছেন— ‘শিশু কন্যার দ্রুত আরোগ্য কামনা করছি।’ কেউ আবার বলছেন— ‘দয়া করে শক্ত থাকুন পরী, এই কঠিন সময় কেটে যাবে।’অভিনয় জীবনের সাফল্যের পাশাপাশি ব্যক্তিজীবনের সংগ্রামেও আলোচনায় থাকেন পরীমণি। এবার তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ—নিজের ও দুই সন্তানের সুস্থতা।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা

সাতকানিয়া প্রতিনিধি : দীর্ঘ অর্ধ যুগের বেশি সময় পর...
spot_img