সাতকানিয়া প্রতিনিধি: সাতকানিয়া থানার চর খাগরিয়া এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৬১৮ পিস ইয়াবা ও ১২৬ গ্রাম গাজাসহ মো. পেয়ারু (৪০) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার (১৮ আগস্ট) রাত ১১টার দিকে সেনা ও পুলিশ সদস্যরা এই অভিযান পরিচালনা করা হয়।আটক মো. পেয়ারু চরখাগরিয়া চেয়ারম্যানপাড়া ৩নং ওয়ার্ডের নজি মিয়ার ছেলে।চন্দনাইশ সেনাবাহিনীর ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব জানান, আটক আসামি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক কাণ্ডে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জব্দ করা মাদকসহ আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সাতকানিয়া থানার কাছে হস্তান্তর করা হয়েছে।