আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাটসিনা রাজ্যে ফজরের নামাজের সময় বন্দুকধারীদের অতর্কিত হামলায় অন্তত ২৭ জন মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে রাজ্যটির মালুমফাশি এলাকার প্রত্যন্ত গ্রাম উঙ্গুয়ান মানতাউতে এ হামলা হয়।স্থানীয় গ্রামপ্রধান ও হাসপাতালের কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।প্রতিবেদনে বলা হয়, নামাজরত মুসল্লিদের ওপর এলোপাতাড়ি গুলি চালায় সশস্ত্র হামলাকারীরা। এতে ঘটনাস্থলেই বহু মানুষের মৃত্যু হয়।
কোনো গোষ্ঠী এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি। তবে নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্যাঞ্চলে জমি ও পানির দখল নিয়ে কৃষক ও পশুপালকদের মধ্যে দীর্ঘদিন ধরেই সংঘাত চলছে। প্রায়ই সেখানে এমন সহিংস হামলার ঘটনা ঘটে। গত জুনেই উত্তর-মধ্যাঞ্চলে এক হামলায় শতাধিক মানুষের প্রাণহানি হয়েছিল।কাটসিনা রাজ্যের কমিশনার নাসির মুয়াজু জানিয়েছেন, ভবিষ্যতে এমন হামলা প্রতিরোধে উঙ্গুয়ান মানতাউ গ্রামে সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
