বান্দরবান প্রতিনিধি: চট্টগ্রামের বান্দরবানের রুমায় পঞ্চম শ্রেণির এক স্কুলশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত পাঁচ বন্ধুর মধ্যে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২০ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হল- পাইন্দু ইউনিয়নের আলেচুপাড়ার ক্যহ্লাওয়াং মারমা (৩০), উহাইসিং মারমা (২২) ও ক্যসাইওয়াং মারমা (২৩)। গ্রেপ্তারের পর তাদের রুমা থানায় নিয়ে আসা হয়।ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, পাইন্দু ইউনিয়নে পঞ্চম শ্রেণির এক স্কুলশিক্ষার্থীকে একমাস ধরে ওই পাড়ার পাঁচ যুবক ভয়-ভীতি দেখিয়ে ক্রমাগত ধর্ষণ করে আসছিল। প্রথমে এক বন্ধু ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে বিষয়টি অন্যদের জানায়। পরে ওই পাঁচ বন্ধু মিলে সংঘবদ্ধ ধর্ষণ করতে থাকে। পরে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে সে তার পরিবারকে জানায়। মঙ্গলবার ঘটনাটি নিয়ে ঐ পাড়ায় সামাজিক বিচার বসলে সেখানে পাইন্দু মৌজার হেডম্যান মংচউ মারমা ও স্থানীয় আওয়ামী লীগের নেতা গংবাসে মারমা অভিযুক্তদের ৫০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল করিম জানিয়েছেন, বিষয়টি নজরে আসার পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে। অন্য দুই অভিযুক্ত চহাই মার্মা (২০) ও ক্যওয়াংসাই মার্মাকে (২০) গ্রেপ্তারের অভিযান চালানো হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
