হাটহাজারী প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারী মেখলে এক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।বুধবার (১৯ অগাস্ট) উপজেলার ৮ নম্বর মেখল ইউনিয়নের উত্তর মেখলের আবুল কাশেমের বাড়িতে বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার বেলা ১১টায় ওই এলাকার মৃত আবুল কাশেমের পুত্র ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে দুটি মোটরসাইকেল নিয়ে ছয়জন অজ্ঞাতনামা যুবক যায়। পরে চারজন বাড়ির বাউন্ডারির ভেতরে প্রবেশ করে বিল্ডিং লক্ষ্য করে পিস্তল দিয়ে কয়েক রাউন্ড গুলি করে দ্রুত চলে যায়। এ সময় বিল্ডিংটি তালাবদ্ধ ছিল এবং বিল্ডিংয়ে কোন লোকজন ছিল না।
পরে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে- বিল্ডিংয়ের দ্বিতীয় তলার বারান্দার গ্লাস দুটিতে গুলির চিহ্ন রয়েছে এবং বিল্ডিংয়ের নিচে ৯টি গুলির খোসা এবং একটি তাজা গুলি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনার খবর পেয়ে জেলা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এ ব্যাপারে জানতে ওই ভবনের মালিক মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করা হলে কোন সাড়া মেলেনি।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই ঘটনায় এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। তবে তারা থানায় এসে অভিযোগ করবেন বলে জানিয়েছেন।
