চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে পেট্রোম্যাক্স এলপি গ্যাসের গাড়ি (ঢাকা মেট্রো ট-১৪-২৩৮২) পল্লী বিদ্যুতের তারের সঙ্গে লেগে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের বদুর পাড়া রাস্তার মাথার পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক মেহেদী হাসান (৪০) গোপালগঞ্জের বাসিন্দা। তিনি গাড়ির হেলপার হিসেবে কাজ করতেন।
জানা গেছে, গ্যাসের বোতল ভর্তি ট্রাকটি গ্যাসের বোতল পৌঁছে দিয়ে ফেরার সময় রাস্তার উপর ঝুলানো পল্লী বিদ্যুতের তারের সঙ্গে লেগে মেহেদী হাসান বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পেট্রোম্যাক্স এলপি গ্যাসের সেলস অফিসার শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। চট্টগ্রাম পল্লী বিদ্যুত সমিতি–১, চন্দনাইশ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ফখর উদ্দিন বলেন, অসাবধানতার কারণে দুর্ঘটনা ঘটেছে। সবাইকে সাবধানতা অবলম্বনের জন্য অনুরোধ করছি।
চট্টগ্রাম বিস্ফোরক অধিদপ্তরের বিস্ফোরক পরিদর্শক মো. তোফাজ্জল হোসেন জানিয়েছেন, অনুমোদন ছাড়াই পেট্রোম্যাক্স এলপি গ্যাসের গুদাম পরিচালনা করা হচ্ছে। চন্দনাইশ থানার ওসি গোলাম সারোয়ার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
