প্রেস রিলিজ: ফটো এরিনা বাংলাদেশ চট্টগ্রাম নগরীর জামালখান এলাকায় অবস্থিত ওয়ান’স অউন প্লাটফর্মে বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে ১৯ আগস্ট ফটোওয়াক এবং ফটোআড্ডা আয়োজন করে। ফটোআড্ডার প্রধান বক্তা হিসেবে ছিলেন দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র ফটোজার্নালিস্ট রাজেশ চক্রবর্তী।
বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি আয়োজিত ‘ চিত্রভাষা পড়তে শিখি ” শীর্ষক দেশব্যাপী ৬০ টি সংগঠনের যৌথ আয়োজনের একাত্বতা ঘোষনা করে সংগঠনটি। ফটোসাংবাদিক রাজেশ চক্রবর্তীর প্রানবন্ত আড্ডায় ফটোসাংবাদিকতা বিভিন্ন দিক নিয়ে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা বর্ণনা করেন ও ফটোগ্রাফি নিয়ে আলোচনা করেন। শেষে উপস্থিত সকলের নৈশভোজ এর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন। এ সময়ে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সুব্রত দে এমন আয়োজন আলোকচিত্রশিল্পের সাথে চট্টগ্রামের উদীয়মান আলোকচিত্রীদের সাথে মেলবন্ধন তৈরী করবে বলে মনে করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য জয় দে, স্টিয়ারিং সদস্য সৌরভ বড়ুয়া, অনিশ পাল, পিয়াল ধর সহ অনেক আলোকচিত্রীশিল্পীগণ।