চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী পৌরসভার সোনাই বটতল এলাকায় দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।জানা যায়, বিপরীতমুখী পূরবী ও পূর্বানী পরিবহনের দুটি বাস সোনাই বটতল এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উভয় বাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে পূরবী বাসের সম্মুখভাগ এবং পূর্বানী বাসের পিছনের অংশে ক্ষতিগ্রস্ত হয়।এ সময় বাসের চালক, হেলপারসহ চারজন আহত হন। তারা হলেন- মির কান্তি দাশ (৫০), বাপ্পী নাথ (৪৭), নয়ন (৩৮) ও মো. জসিম (৪৭)। আহতদের দোহাজারী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানার পুলিশ দুর্ঘটনা কবলিত বাস দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।