সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫
spot_img

স্পোর্টস জোনে সংঘর্ষে নিহত জুবায়ের হত্যার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানা এলাকার স্পোর্টস জোনে সংঘর্ষে নিহত জুবায়ের উদ্দিন বাবুর হত্যার পলাতক আসামি আবির রহমান রুবেলকে গ্রেফতার করেছে র‌্যাব।গ্রেফতারকৃত আবির রহমান রুবেল ২৮ বছর বয়সী এবং তিনি চান্দগাঁও থানাধীন রিয়াজ উদ্দিন উকিল বাড়ির নুনু মিয়ার ছেলে। নিহত জুবায়ের উদ্দিন বাবু চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার বাসিন্দা এবং সিটি গেট এলাকায় মোবাইল ব্যাংকিং কোম্পানিতে কর্মরত ছিলেন।র‌্যাব জানায়, বুধবার রাতে গোপন খবরের ভিত্তিতে কোতোয়ালী থানার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
জানা গেছে, গত বছরের ২০ সেপ্টেম্বর রাতে পাঠানিয়া গোদা এলাকায় স্পোর্টস জোনের টার্ফ উদ্বোধনের জন্য খেলা অনুষ্ঠিত হয়। জুবায়ের ওই খেলা দেখার জন্য উপস্থিত ছিলেন। ওই সময় আবির রহমান রুবেল ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে মাঠে প্রবেশ করে মালিকপক্ষ, আয়োজক কমিটির সদস্য এবং দর্শকদের ওপর হামলা চালায়। হামলায় জুবায়েরসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর জুবায়েরকে মৃত ঘোষণা করা হয়। ঘটনায় ভিকটিমের ভগ্নিপতি চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন। মামলায় ৪০ জন এজাহারনামীয় এবং ২০-৩০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়।
র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন জানান, আবির রহমান রুবেল কোতোয়ালী থানায় অবস্থান করছেন এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য চান্দগাঁও থানার কাছে হস্তান্তর করা হয়েছে।এর আগে, গত বছরের ২৩ সেপ্টেম্বর আরেক পলাতক আসামি মো. তারেককে গ্রেফতার করা হয়।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা

সাতকানিয়া প্রতিনিধি : দীর্ঘ অর্ধ যুগের বেশি সময় পর...
spot_img