বিনোদন ডেস্ক: বলিউডে দীর্ঘদিন ধরে সুখী দাম্পত্যের রূপকথা হিসেবে পরিচিত গোবিন্দ ও সুনীতা আহুজা জুটির ৩৭ বছরের বিবাহিত জীবন এখন ঝুঁকির মুখে। কয়েক মাস ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, তবে বারবার তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন সুনীতা। এবার জানা যাচ্ছে, তারা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের পথে হাঁটতে পারেন।ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, গোবিন্দ-পত্নী প্রায় সাড়ে তিন দশকের বেশি সময় সংসার করেছেন। যদিও বিয়ের খবর বহু বছর পর প্রকাশ্যে আসে, গোবিন্দ সুনীতাকে তার জীবনের সঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন বলিউডে অভিষেকের আগেই।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সুনীতা বান্দ্রা আদালতে গোবিন্দের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলা অভিযোগে ব্যাভিচার, প্রতারণা ও গার্হস্থ্য হিংসাসহ একগুচ্ছ বিষয় উল্লেখ করা হয়েছে। আদালত সমন পাঠানোর পর সুনীতা হাজিরা দিয়েছিলেন, কিন্তু গোবিন্দ অনুপস্থিত ছিলেন।
এই বিবাহবহির্ভূত সম্পর্ক ও হিংসার অভিযোগের খবর প্রথমবারের মতো সামনে আসে তাদের একটি ভ্লগ ভিডিও থেকে। সম্প্রতি চণ্ডীগড়ের মহাকালীর মন্দিরে সুনীতা জানিয়েছেন, ‘যা চেয়েছি, পেয়েছি। গোবিন্দকে স্বামী হিসেবে পেয়েছি, পেয়েছি দুই সন্তানও। কিন্তু যারা আমাদের মধ্যে সমস্যা ঘটাবে, দেবী মা তাদের শাস্তি দেবেন।’ মন্দিরে কেঁদে ফেলেছেন তিনি।
সুনীতা আরও বলেছেন, ‘পুরুষমানুষকে ভরসা করা উচিত নয়, কখন কী করবে বুঝা যায় না’ এবং ‘আমি গোবিন্দের তাঁবেদারি করি না, সত্যি বলায় সহ্য হয় না’। এই মন্তব্যগুলো স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, দাম্পত্যের মধ্যে বড় ধরনের ফাটল ধরেছে।দীর্ঘদিনের এই বলিউড জুটি নিজেদের সম্পর্ক ঠিক করতে পারবেন, নাকি আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটবেন সেটা দেখার অপেক্ষা।
