শনিবার, আগস্ট ৩০, ২০২৫
spot_img

ভাইয়ের চোখ উৎপাটনের অভিযোগ ২ ভাইয়ের বিরুদ্ধে: নির্দেশ বাবার

অনলাইন ডেস্ক: গচ্ছিত টাকা নিয়ে দ্বন্দ্বে বরিশালের মুলাদী উপজেলায় বাবার নির্দেশে দুই ভাইয়ের বিরুদ্ধে আরেক ভাইয়ের দুই চোখ উৎপাটন করার অভিযোগ পাওয়া গেছে।চোখ হারানো সন্তানসহ তিন ছেলেকে নিয়ে ওই বাবা বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার গভীর রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন মুলাদী থানার এসআই মো. মাসুদ।চোখ হারানো সিরাজুল ইসলাম ওরফে রিপন বেপারী (৫০) ওই গ্রামের আরশেদ বেপারীর সেজ ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠা অপর দুজন হলেন- আরশেদ বেপারীর মেজ ছেলে রোকন বেপারী ও ছোট ছেলে স্বপন বেপারী।
সাহেবেরচর গ্রামের বাসিন্দা এনামুল হক বলেন, রিপন পরিবার নিয়ে ঢাকায় থাকতেন। তিনি বিভিন্ন সময়ে চুরি, ছিনতাই ও প্রতারণা করে টাকা ও স্বর্ণালংকার সংগ্রহ করতেন। অবৈধপথে আয় করা সেসব টাকা ও স্বর্ণালংকার মেজ ভাই রোকন বেপারীর কাছে গচ্ছিত রাখতেন বলে দাবি রিপনের।“প্রায় তিন মাস আগে রিপন তার ভাইয়ের কাছে গচ্ছিত টাকা ও স্বর্ণ ফেরত চায়। রোকন ফেরত দিতে অস্বীকার করলে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে একাধিকবার এলাকায় সালিস বৈঠক করা হয়েছে।”
রিপনের বড় ভাই খোকন বেপারী বলেন, “শুক্রবার বিকালে রিপন ঢাকা থেকে বাড়িতে আসে। সে মেজ ভাই রোকনের কাছে টাকা চায়। কিন্তু রোকন টাকা দিতে অস্বীকার করলে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।“রাত ১১টার দিকে রিপন বাড়ি ফিরলে আবার তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে বাবা আরশেদ বেপারী ক্ষিপ্ত হয়ে রিপনকে মারধর করে চোখ উৎপাটনের নির্দেশ দেন।”
বাবার নির্দেশ পেয়েই রোকন ও স্বপন মিলে রিপনকে মারধর করে এবং দুই চোখ সমূলে উৎপাটন করে বাবার হাতে তুলে দেয় বলে অভিযোগ করেন খোকন।তবে অভিযোগ অস্বীকার করে আরশেদ বেপারীর বলেন, রাতের ঝগড়ার সময় প্রতিবেশীরা এসেছিল, কারা কী করছে আমি দেখিনি।ঘটনার পর স্থানীয় লোকজন আহত রিপনকে উদ্ধার করে গৌরনদীর আশুকাঠি হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই -বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এনে ভর্তি করা হয়েছে।
রিপনের ছেলে আব্দুর রহমান বলেন, “চাচা রোকন ব্যাপারীর কাছে গচ্ছিত রাখা ৩৫ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার ফেরত চাওয়ায় বাবাকে মারধর করে চোখ উৎপাটন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হবে।”
এসআই মাসুদ বলেন, রিপন বেপারী ঢাকায় থাকেন, তার বিরুদ্ধে ঢাকার রমনা থানায় চুরি ও ছিনতাইয়ের ৮টি মামলা রয়েছে। এছাড়া মুলাদী থানায় হত্যা মামলাসহ তার বিরুদ্ধে কমপক্ষে ২০টি মামলা রয়েছে।
আহতের স্বজনদের বরাতে মাসুদ বলেন, রিপন নাকি পেট্রোল নিয়ে বাড়িতে আগুন দিতে চায়, তখন নাকি তার চোখ তুলে ফেলা হয়েছে। তবে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে কাউকে পায়নি।পরে ভুক্তভোগীরা জানিয়েছে সুস্থ হওয়ার পর তারা আইনগত ব্যবস্থার পক্রিয়া শুরু করবেন, বলেন এই পুলিশ কর্মকর্তা।

 

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা

সাতকানিয়া প্রতিনিধি : দীর্ঘ অর্ধ যুগের বেশি সময় পর...
spot_img