নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের স্টেশন রোডস্থ বাংলাদেশ পর্যটন করপোরেশনের মোটেল সৈকত বার ও রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বারের একটি অংশ পুড়ে গেছে। সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে আগুন লাগার ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেস্তোরাঁর উপরের অংশ থেকে প্রথমে ধোঁয়া উঠতে দেখা যায়। মুহূর্তেই আশপাশের মানুষ সেখানে জড়ো হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, সকাল ৮টা ৩০ মিনিটে আগুন লাগার খবর তারা পান। দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট সরকারের পতনের দিনে দুর্বৃত্তরা বারটিতে ভাঙচুর ও লুটপাট চালিয়েছিল। পরে সংস্কার শেষে এটি পুনরায় চালু করা হয়।