শনিবার, আগস্ট ৩০, ২০২৫
spot_img

কক্সবাজারে নদীতে ডুবে নিখোঁজ কিশোরের মরদেহ ৩৮ ঘণ্টা পর উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সদর উপজেলার বাঁকখালী নদীতে নিখোঁজ হওয়ার ৩৮ ঘণ্টা পর মিসবাহ উদ্দিন (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঝিলংজা ইউনিয়নের চাঁন্দের পাড়া বাঁকখালী ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।মৃত মিসবাহ ঝিলংজা চাঁন্দেরপাড়া এলাকার মাওলানা নুরুল আলমের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মাওলানা ফজলুল করিম জানান, গত ২৬ আগস্ট বিকেলে চাঁন্দের পাড়া পয়েন্টে ফুটবল তুলতে গিয়ে স্রোতের টানে তলিয়ে যায় মিসবাহ। এরপর ফায়ার সার্ভিস ও ডুবুরি দল টানা তল্লাশি চালালেও তার সন্ধান মেলেনি। অবশেষে আজ সকালে ভাটার সময় বাঁকখালী ব্রিজের কাছে চরে তার মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
জানা গেছে, প্রায় ২০ মাস আগে মাওলানা নুরুল আলমের আরেক ছেলে নকিব উদ্দিনও স্থানীয় মসজিদের পুকুরে ডুবে মারা গিয়েছিল। মাত্র ২০ মাসের ব্যবধানে দুই সন্তানকে হারিয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন জানান, মিসবাহ নিখোঁজ হওয়ার পর থেকেই উপজেলা প্রশাসন ও জেলা পরিষদ সার্বক্ষণিক খোঁজ রাখছিল। তাকে উদ্ধারে ডুবুরি দল ও লাইফ গার্ড দিয়ে তল্লাশি চালানো হয়। তিনি আরও জানান, শোকাহত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা

সাতকানিয়া প্রতিনিধি : দীর্ঘ অর্ধ যুগের বেশি সময় পর...
spot_img