নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় স্ত্রীকে পারিবারিক কলহের জেরে হত্যার ঘটনায় হওয়া মামলায় স্বামী মো. আজিজ মিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৭)।বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বান্দরবান জেলার লামা থানার মাস্টার পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার আজিজ মিয়া একই জেলার আলীকদম থানার দক্ষিণ পূর্ব পালং এলাকার নুরুল হকের ছেলে।
র্যাব গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভুক্তভোগী গৃহবধূ পেশায় একজন পোশাকশ্রমিক ছিলেন। তিনি তার স্বামী সন্তানদের সঙ্গে কর্ণফুলী থানার চরপাথরঘাটা এলাকায় বসবাস করতেন। গত ৩০ জুলাই আজিজ মিয়ার সঙ্গে পারিবারিক কলহের জেরে বাগবিতণ্ডা হয়। পরে ইট দিয়ে মাথা ও শরীর থেতলে স্ত্রীকে হত্যা করে আজিজ পালিয়ে যান। এ ঘটনায় নিহতের বড় মেয়ে বাদী হয় একটি হত্যা মামলা দায়ের করে। সেই মামলার একমাত্র আসামি আজিজ মিয়া। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
