ক্রীড়া ডেস্ক : হকিতে এশিয়ার অন্যতম শক্তিশালী দল মালয়েশিয়া। জয়ের আশা কম থাকলেও শুরুতে লিড নিয়েছিল বাংলাদেশ দল। কিন্তু শেষ পর্যন্ত এশিয়া কাপ হকিতে ৪-১ গোলের বড় হারই সঙ্গী হলো বাংলাদেশের।ভারতের রাজগিরের বিহার স্পোর্টস হকি স্টেডিয়ামে সকালে শুরু হওয়া ম্যাচে প্রথম কোয়ার্টারে সমানে সমানে লড়েছিল বাংলাদেশ। মালয়েশিয়া একাধিকবার গোলের সুযোগ সৃষ্টি করলেও বাংলাদেশের রক্ষণ ভাঙতে পারেনি।দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে লিড নেয় বাংলাদেশ। গোল করেন আশরাফুল ইসলাম। কিন্তু তার পেনাল্টি থেকে পাওয়া গোলের লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ২৪ মিনিটের গোলে সমতায় ফেরে মালয়েশিয়া।তৃতীয় কোয়ার্টারে লিড নেয় মালয়েশিয়া। চতুর্থ কোয়ার্টারে গিয়ে হজম করে আরও দুই গোল। আমন্ত্রিত দল হিসেবে এবারের এশিয়া কাপ হকিতে খেলছে বাংলাদেশ।
মালয়েশিয়া ছাড়াও গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও চায়নিজ তাইপে। মালয়েশিয়ার মতো যোজন এগিয়ে কোরিয়াও। বাংলাদেশের মূল টার্গেট চায়নিজ তাইপে। তাদের হারিয়ে এবং অন্য দুই প্রতিপক্ষের বিপক্ষে কম গোল খেয়ে সেরা ছয়ে থাকতে পারলে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে খেলার সুযোগ মিলবে বাংলাদেশের।
