আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের সাংবিধানিক আদালত দেশটির প্রধানমন্ত্রী পেতোংতার্ন সিনাওয়াত্রাকে ক্ষমতাচ্যুত করেছে। আদালত জানিয়েছে, কম্বোডিয়ার সাবেক নেতার সঙ্গে তার একটি ফোনকলের রেকর্ড ফাঁস হওয়ায় পেতোংতার্নের পদ স্থগিত করা হয়েছিল। শুক্রবার (২৯ আগস্ট) তিনি সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।পেতোংতার্ন ২০২৪ সালের আগস্টে দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। মাত্র এক বছর ক্ষমতায় থাকার পরই তিনি পদত্যাগে বাধ্য হয়েছেন। সিনাওয়াত্রা পরিবারের সদ্য সাবেক এই নেত্রী থাই রাজনীতিতে প্রভাবশালী হিসেবে পরিচিত।
ফাঁস হওয়া ফোনকলে তিনি কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনকে ‘আঙ্কেল’ বলে সম্বোধন করেন এবং তার দেশের সেনাদের সমালোচনা করেন। এই রেকর্ড ভাইরাল হওয়ার পর দেশজুড়ে সমালোচনা ছড়িয়ে পড়ে। এরপর দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষও ঘটে, যা পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় থেমে যায়।
পেতোংতার্ন দাবি করেছেন, তিনি কম্বোডিয়ার সঙ্গে উত্তেজনা প্রশমনের জন্য ওই কথাগুলো বলেছিলেন। কিন্তু ১ জুলাই সাংবিধানিক আদালত তার প্রধানমন্ত্রীর পদ স্থগিত করে দেন। পরে তিনি সংস্কৃতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় থাকেন।
