পটিয়া প্রতিনিধি: পটিয়ায় স্ত্রী ও ছেলে কারাগারে থাকায় অপমানে আত্মহত্যা করেছে ছেলের বাবা। শুক্রবার (২৯ আগস্ট) রাত ১২টার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মোহাম্মদ নেজাম উদ্দীন (৩০) নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। নেজাম হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের দপ্তরী এবং চরকানাই গ্রামের জামাল উদ্দিনের পুত্র।গত বৃহস্পতিবার নেজাম উদ্দীনের স্ত্রী ও আড়াই বছরের একটি পুত্র সন্তান একটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে যায়।
স্থানীয় মোহাম্মদ আজাদ জানান, একটি মামলায় নেজামের স্ত্রী গ্রেফতার হয়। গ্রেফতার হওয়া মায়ের সঙ্গে যান আড়াই বছরের ছেলে। মা ও ছেলে দুইজন কারাগারে থাকায় অপমানে বাবা শুক্রবার রাতে আত্মহত্যা করেছে। পাশ্ববর্তীরা ঘরের দরজা খোলা দেখে ঘরে ঢুকে দেখতে পান নেজাম গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পরে লাশ উদ্ধার করা হয়েছে।
