খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি সদরের শান্তি এলাকায় মায়ের দেয়া বালিশ চাপায় দুই বছরের শিশু মোঃ তহিদুল আলম আভানের মৃতু হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাত প্রায় তিনটার দিকে নিজ সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন মা সাবিনা ইয়াসমিন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিশুর বাবা মোঃ মোস্তাফিজুর রহমান একটি ওষুধ কোম্পানির চাকরিজীবী। চাকরির সুবাদে তিনি পরিবার নিয়ে খাগড়াছড়ি সদরের শান্তি এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। রাতের কোনো এক সময় শিশুর মা সাবিনা ইয়াসমিন ঘুমন্ত সন্তানকে বালিশ চাপা দিলে শিশুটির মৃত্যু হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মা সাবিনা ইয়াসমিনকে আটক করে থানায় নিয়ে যায়। শিশুর লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত শিশুর বাবা মোঃ মোস্তাফিজুর রহমান জানান, গতকাল ওষুধ বিপণনের জন্য পানছড়িতে যায়। রাত বেশি হওয়ার কারণে জেলা সদরে ফিরতে পারি নাই। রাত তিনটার দিকে ফোন আসে আমার ছেলে খুন হয়েছে।খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে। সাবিনা ইয়াসমিন বেশ কিছু ধরে মানসিকভাবে অসুস্থ। আমার তাকে থানায় নিয়ে এসেছি।”
