অনলাইন ডেস্ক : গাজা উপত্যকায় শনিবার ইসরায়েলের নতুন হামলায় অন্তত ৬১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি সেনারা গাজা শহরে সামরিক অভিযান আরো জোরদার করায় এই প্রাণহানি ঘটে বলে মেডিকেল সূত্রে জানা গেছে। আনাদোলুর খবরে এ তথ্য জানানো হয়েছে।ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াল্লার বরাতে বলা হয়, মধ্যরাত থেকে সেনারা গাজা শহরের জেইতুন এলাকায় সামরিক অভিযান সম্প্রসারিত করেছে।আনাদোলুর এক সংবাদদাতা জানান, ভোরে ইসরায়েলি সেনারা জেইতুন ও শেখ রাদওয়ান মহল্লায় একাধিক বিমান হামলা চালায় এবং ধ্বংসযজ্ঞ পরিচালনা করে।
বর্তমান এই হামলাগুলো ইসরায়েলের ‘অপারেশন গিডিওন ২’-এর অংশ। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ গত ২১ আগস্ট গাজা শহর দখলের উদ্দেশ্যে এ অভিযানের অনুমোদন দেন। গত দুই সপ্তাহ আগে জেইতুন এলাকায় ব্যাপক হামলা শুরু হয় এবং তা এখনো চলমান।
এদিকে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় প্রায় ৬৩ হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই ভয়াবহ সামরিক অভিযানে পুরো গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং অঞ্চলটি তীব্র দুর্ভিক্ষের মুখোমুখি।
