বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫
spot_img

চলচ্চিত্রের পর্দায় ফিরতে পারলেন না শাবনূর

বিনোদন প্রতিবেদক : ২০১৯ সালের ১৫ ডিসেম্বর জাজ মাল্টিমিডিয়া ঘোষনা দিয়েছিল- চলচ্চিত্রে ফিরছেন শাবনূর। একইদিন শাবনূর অস্ট্রেলিয়া থেকে অস্বীকার করেন যে এমনকিছু তিনি নিজে জানেন না। ঐদিন শাবনূর বলেছিলেন, “আমার সঙ্গে কেউই কোনো সিনেমার ব্যাপারে আলোচনা করেনি। কিছুই বলতে পারবো না।জাজ হয়তো আমাকে তাদের ছবিতে ভাবছে। কিন্তু, আমি কিছুই জানি না। কী ছবি, কী গল্প বা কী আমার চরিত্র। আগে আমার কাছে প্রস্তাব আসুক তারপর দেখা যাবে।”
জাজ বলেছিল, “শাবনূর বর্তমানে একজন অস্ট্রেলিয়ান নিউট্রেশিয়ান ও জিম ট্রেইনারের অধীনে নিজেকে তৈরি করছেন ‘কাঁটাতারের বেড়া’ সিনেমার জন্য । আপনারা জানেন জাজ মাল্টিমিডিয়া যেকোনো চলচ্চিত্র নির্মাণের পূর্বে শিল্পীদের চরিত্র অনুযায়ী যথাযথভাবে তৈরি করতে পছন্দ করে। এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম হচ্ছে না। আপনারা ‘কাঁটাতারের বেড়া’ চলচ্চিত্রে এক নতুন গ্ল্যামারাস শাবনূরকে পাবেন বলে আশা রাখছি।”
এই ঘটনার মাত্র দুই সপ্তাহ পর ৩১ ডিসেম্বর শাবনূর আসেন এফডিসিতে। ওইদিন ফিল্ম ক্লাবের নির্বাচন ছিল, সেই নির্বাচনে ভোট দিতে আসেন। ওইদিন আলাপকালে জানালেন তিনি চলচ্চিত্রে ফিরছেন। শাবনূর সেসময় বলেছিলেন,‘হ্যাঁ আমি চলচ্চিত্রে ফিরছি। আমার সঙ্গে জাজ মাল্টিমিডিয়ার কথা হয়েছে, সব ঠিকঠাক থাকলে আমি চলচ্চিত্রে আবার কাজ শুরু করবো।’
এরপর শাবনূর চলে যান অস্ট্রেলিয়ায়। শুরু হলো করোনা সংক্রমণ। করোনা শেষ হয়ে গেলেও শাবনূর ফিরলেন না, জাজ মাল্টিমিডিয়াও আর কোনো টুঁ শব্দ করলো না। এভাবেই দীর্ঘ সাড়ে ৪ বছর চলে গেল, শাবনূরের ফেরা হলো না। সাড়ে চার বছর পর শাবনূর ফিরলেন। গত বছরের এপ্রিলে ‘রঙ্গনা’ সিনেমা দিয়ে দীর্ঘ অনেক বছর পর ক্যামেরার সামনে দাঁড়ান শাবনূর। এ নিয়ে ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে হৈ চৈ পড়ে যায়। শাবনূরের স্টিল ছবি গণমাধ্যমে প্রকাশিত হলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়, কেননা শাবনূরের ওজন অনেক বেড়ে গেছে, ভক্তরা তাদের পরিচিত শাবনূরকে পেলেন না। তারপরেও শাবনূর ফিরছেন- এতে অনেকেই খুশি।
কিন্তু শাবনূর প্রথম ধাপে চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিয়ে অস্ট্রেলিয়ায় চলে যান। গত বছরের ৮ আগস্ট দ্বিতীয় ধাপের শুটিং করার কথা ছিল। দেশের পরিস্থিতির কারণে নায়িকা অস্ট্রেলিয়া থেকে আসেননি, ক্যামেরার সামনে দাঁড়াননি। এই চলচ্চিত্রের ৪০ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে বলে নির্মাতা আরফাত জানিয়েছেন।
রবিবার দুপুরে নির্মাতা আরাফাত বললেন, ‘শাবনূর আপার সঙ্গে নিয়মিত কথা হচ্ছে। গত বছর আগস্টে শুটিং শুরু করার কথা ছিল। কিন্তু দেশের পরিস্থিতির কারণে আসতে পারেননি। আগামী নভেম্বরে ডেট দেওয়া আছে, আশা করছি নভেম্বরে শুটিং শুরু করতে পারবো।’
এতো দীর্ঘ সময় লাগছে কেন? এমন প্রশ্নের জবাবে আরাফাত বলেন, ‘আপা আমাকে বলছেন- একটু সময় যদিও লাগছে আমরা সিনেমাটা করবো। আমার মনে হচ্ছে যেহেতু আমাদের এই ছবিতে চরিত্র দুইটা, সামনে গান ও কিছু দৃশ্যে আপার ওজন কম দরকার; এজন্য উনি হয়তো নিজেকে ফিট করছেন।’ ২০১৮ সালের জানুয়ারিতে সর্বশেষ শাবনূর অভিনীত ‘পাগল মানুষ’ ছবিটি মুক্তি পায়। ৯০ দশকে চলচ্চিত্রে আসেন শাবনূর। সালমান শাহ্‌, রিয়াজ, ফেরদৌস এবং শাকিব খানদের সঙ্গে জুটি বেঁধে একের পর এক সুপারহিট ছবি দিয়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করে তিনি। ২০১০ সালের দিকে সিনেমায় কাজ কমিয়ে দেন এই নায়িকা। পরে পাড়ি জমান ক্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়ায়।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img