সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫
spot_img

গণতন্ত্রের বিকাশে যুক্তিবাদী প্রজন্ম গড়ে তোলা অত্যন্ত জরুরি : মেয়র ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, গণতন্ত্রের বিকাশে যুক্তিবাদী প্রজন্ম গড়ে তোলা অত্যন্ত জরুরি। আর সেই যুক্তিবাদী প্রজন্ম গড়ে তুলতে বিতর্কের কোনো বিকল্প নেই। বিতর্ক তরুণদের চিন্তাশক্তিকে সমৃদ্ধ করে, যুক্তিকে প্রাধান্য দিতে শেখায় এবং সহনশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। উৎসবমুখর পরিবেশে রোববার দুপুরে থিয়েটার ইনস্টিটিউট প্রাঙ্গণে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হওয়া জিএমএইচএসডিএস ন্যাশনাল ডিবেট ফেস্টিভ্যাল ২০২৫ এ প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। মেয়র ডা. শাহাদাত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, যারা বিতর্কে অংশ নেয়, তারা অন্যায়-অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখে। বিতর্ক শুধু প্রতিযোগিতা নয়, এটি একটি জীবনমুখী শিক্ষা।
দেশব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে এই উৎসবে ১৮ টি স্কুল আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় ও ১৪টি কলেজ আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এছাড়া সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গভ: মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম এর প্রধান শিক্ষক মোরশেদুজ জামান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপ্রধান রমেশ্বর দাশ, মুসলিম হাই স্কুল প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি শাহ আলম বাবুল, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ও বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সিনিয়র সভাপতি সাইফুদ্দীন মুন্না,চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহবায়ক সাফরাশ নূরী সিজ্জি । আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের মুখোমুখি হয় হাজেরা তজু ডিগ্রি কলেজ। এর মধ্যে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ চ্যাম্পিয়ন এবং হাজেরা তজু ডিগ্রি কলেজ রানার্সআপের গৈরব অর্জন করে। আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে ডাঃ খাস্তগির বালিকা উচ্চ বিদ্যালয় মুখোমুখি হয় অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়। এর মধ্যে চ্যাম্পিয়ান হয় ডাঃ খাস্তগির বালিকা উচ্চ বিদ্যালয়। এবং রানার্সআপ হয় অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা

সাতকানিয়া প্রতিনিধি : দীর্ঘ অর্ধ যুগের বেশি সময় পর...
spot_img