বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫
spot_img

সীতাকুণ্ডে শিক্ষার্থীর প্রাণ কেড়ে নিল বেপরোয়া পিকআপ

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় রবিউল হোসেন ফাহিম (১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বারৈয়াঢালা ইউনিয়নের ফেদাইনগর গ্রামের হারুন হোসেনের ছেলে ও টেরিয়াইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণি শিক্ষার্থী ছিলেন। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টেরিয়াইল উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। ‎হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত ফাহিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বিদ্যালয়ের মূল গেটের সামনে বিদ্যালয়ে ঢুকার পূর্ব মুহূর্তে নিয়ন্ত্রণহীন ও বেপরোয়া গতিতে আসা ঢাকামুখী একটি মিনি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ফাহিম।
স্কুলের শিক্ষক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ফাহিম। এদিকে তার মৃত্যুর খবরে স্কুলের ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহির বলেন, ‘দুর্ঘটনায় ছাত্র নিহত হওয়া অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মান্তিক। ফাহিম অত্যন্ত মেধাবী একজন ছাত্র ছিল। সে নবম শ্রেণি মানবিক বিভাগের প্রথম এবং যে কোন শিক্ষামূলক কার্যক্রমে সব সময় আগে থাকতো। তার মৃত্যুতে বিদ্যালয়ের ও তার পরিবারের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।’
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির রাব্বানী বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে গিয়ে আহত শিক্ষার্থীকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করি। পরে ছাত্রের আত্মীয়-স্বজনরা জানান, ছাত্রটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img