সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় রবিউল হোসেন ফাহিম (১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বারৈয়াঢালা ইউনিয়নের ফেদাইনগর গ্রামের হারুন হোসেনের ছেলে ও টেরিয়াইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণি শিক্ষার্থী ছিলেন। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টেরিয়াইল উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত ফাহিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বিদ্যালয়ের মূল গেটের সামনে বিদ্যালয়ে ঢুকার পূর্ব মুহূর্তে নিয়ন্ত্রণহীন ও বেপরোয়া গতিতে আসা ঢাকামুখী একটি মিনি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ফাহিম।
স্কুলের শিক্ষক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ফাহিম। এদিকে তার মৃত্যুর খবরে স্কুলের ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহির বলেন, ‘দুর্ঘটনায় ছাত্র নিহত হওয়া অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মান্তিক। ফাহিম অত্যন্ত মেধাবী একজন ছাত্র ছিল। সে নবম শ্রেণি মানবিক বিভাগের প্রথম এবং যে কোন শিক্ষামূলক কার্যক্রমে সব সময় আগে থাকতো। তার মৃত্যুতে বিদ্যালয়ের ও তার পরিবারের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।’
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির রাব্বানী বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে গিয়ে আহত শিক্ষার্থীকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করি। পরে ছাত্রের আত্মীয়-স্বজনরা জানান, ছাত্রটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
