বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫
spot_img

নিজ ক্লিনিকে চিকিৎসকের গলা কাটা লাশ

অনলাইন ডেস্ক: নাটোর শহরের মাদ্রাসা মোড়ে একটি বেসরকারি ক্লিনিক থেকে আমিরুল ইসলাম (৬০) নামের এক চিকিৎসকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর ২টার দিকে জনসেবা ক্লিনিক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত ডা. এ এইচ এম আমিরুল ইসলাম জনসেবা ক্লিনিকের সত্ত্বাধিকারী, ড্যাবের সাবেক আহ্বায়ক ও নাটোর সিভিল সার্জন অফিসের সাবেক এমওসিএস। তিনি জনসেবা ক্লিনিকে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত নিয়মিত রোগী দেখতেন। তিনি নাটোরের সিংড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে মো. হাসান মাস্টারের ছেলে।
ক্লিনিকের স্টাফ আলামিন বলেন, ‘স্যার প্রতিদিন সকাল ১১টার মধ্যে ঘুম থেকে উঠতেন। কিন্তু আজ দুপুর গড়িয়ে গেলেও তাকে পাওয়া যাচ্ছিল না। তাই তার কক্ষের দরজায় বারবার নক করা হলেও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে বিছানায় গলা কাটা অবস্থায় তার মরদেহ দেখতে পাই। তখন পুলিশকে খবর দেওয়া হয়।’
নাটোরের সিভিল সার্জন ডা. মুক্তাদির আরেফিন ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, ‘খবর পেয়েই জনসেবা হাসপাতালে এসেছি। তিনি আমাদের আস্থাভাজন একজন মানুষ ছিলেন। ড্যাব ও বিএমএর সাবেক আহ্বায়কও ছিলেন। তাকে নিজ বিছানায় রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে।’
নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ‘আজ দুপুর ২টার দিকে জেলা পুলিশের কাছে খবর আসে যে ড্যাবের সাবেক আহ্বায়ক ডাক্তার আমিরুল ইসলামকে তার নিজস্ব ক্লিনিকের চেম্বারে নৃশংসভাবে খুন করা হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের সব ইউনিট ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে আমাদের ধারণা, তিনি নিজ কক্ষে খুন হয়েছেন। ইতোমধ্যে প্রযুক্তিগত বিষয়গুলো নিয়ে কাজ শুরু হয়েছে। এ ঘটনায় যারা জড়িত, তাদেরকে চিহ্নিত করে খুব দ্রুত আইনের আওতায় আনা হবে।’

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img