নিজস্ব প্রতিবেদক : বন্দর থানা পুলিশের অভিযানে ৭০ লক্ষ টাকা আত্মসাতের ঘটনায় মূল আসামি মিজানুর রহমানকে (৪৬) গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে তাকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ওসি মো. আফতাব উদ্দিন।গ্রেপ্তার মিজানুর রহমান ভোলা জেলার লালমোহন থানার নয়নিগ্রামের মৃত আলি হোসেনের ছেলে।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার বিকাল অনুমান ৩টা ৫০ মিনিটের দিকে সীতাকুণ্ড থানার বারককুণ্ড এলাকা হতে প্রতারণা ও আত্মসাতের ঘটনার মামলায় মূল আসামি মো. মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তাকে বন্দর থানার মামলায় আদালতে প্রেরণ করা হয়।
