সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
spot_img

কর্ণফুলীতে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী হাসপাতালে

অনলাইন ডেস্ক: কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটার ইছানগরে রেশমা আক্তার রুমা (১৮) নামে এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই বাসা থেকে তার স্বামী ইব্রাহীম (২০)কে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ইছানগর ডায়মন্ড এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। তবে কী কারণে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। দম্পতির ৮ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। ঘটনাস্থল থেকে একটি বটি জব্দ করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে ভাড়া বাসা থেকে কোনো সাড়া না পেয়ে আত্মীয়রা সন্দেহজনকভাবে টিনের ছাদ ভেঙে ভেতরে প্রবেশ করেন। তখন তারা ইব্রাহীমকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় এবং রুমার গলাকাটা মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ইব্রাহীম।
নিহত রুমার ফুফু পেয়ারা বেগম জানান, দুই বছর আগে প্রেম করে রুমা ও ইব্রাহীমের বিয়ে হয়। সম্প্রতি তারা ৮ মাস বয়সী কন্যা সন্তানকে নিয়ে বেড়াতে আসেন। গত দুই সপ্তাহে তাদের দাম্পত্য জীবনে কোনো ঝগড়া হয়নি বলেও দাবি করেন তিনি।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’তিনি জানান, বিস্তারিত প্রতিবেদন পেলে জানা যাবে।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img