শুক্রবার, সেপ্টেম্বর ৫, ২০২৫
spot_img

৮ ঘণ্টার ব্যবধানে নদী থেকে রক্তাক্ত দুই মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক: পটুয়াখালীর লোহালিয়া নদী থেকে ৮ ঘন্টার ব্যবধানে তুহিন (২৫) ও রেজাউল (২৮) নামে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১২টার দিকে লোহালিয়া সেতুর নিচ থেকে উদ্ধার করা হয় তুহিন হাওলাদারের মরদেহ। তিনি পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কালাম হাওলাদারের ছেলে। সোমবার রাতে ডিবি পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে অভিযোগ করছে পরিবার। প্রায় ২৪ ঘণ্টা পর তাঁর মরদেহ ভেসে ওঠে।
অন্যদিকে আজ বুধবার সকাল ৮টার দিকে একই নদীর ধলু হাওলাদার বাড়ি সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয় মো. রেজাউলের মরদেহ। পেশায় অটোচালক রেজাউল সদর উপজেলার ভুরিয়া ইউনিয়নের নুরু বয়াতির ছেলে।
এদিকে রেজাউল সোমবার সকালে বাড়ি থেকে অটো নিয়ে বের হওয়ার পর আর ফেরেননি। সেদিন রাতেই স্থানীয় কাশিপুর রোড থেকে তার অটো উদ্ধার করে পুলিশ। আর আজ সকালে লোহালিয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. জসিম উদ্দিন জানান, ‘এমন অভিযোগের কথা শুনেছি। কিন্তু ওইদিন (সোমবার রাতে) লোহালিয়া সেতু এলাকাসহ আশপাশ এলাকায় ডিবি পুলিশের কোনো অভিযান হয়নি। ওইদিন শুধু দুটি অভিযান হয়েছে মরিচবুনিয়া ও বদরপুর এলাকায়।’
পটুয়াখালী সদর থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, লোহালিয়া নদী থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তা ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। দুই যুবকের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img