সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
spot_img

রুয়ান্ডা: আফ্রিকার দ্রুততম বর্ধনশীল বিনিয়োগ ও পর্যটনের কেন্দ্র

অনলাইন ডেস্ক: আফ্রিকার হৃদয়ে অবস্থিত রুয়ান্ডা আজ আফ্রিকার দ্রুততম বর্ধনশীল বিনিয়োগ ও পর্যটনের কেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান শক্ত করছে। ২০২৪ সালে দেশটির জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৮.৯ শতাংশে, যা মূলত সেবা খাতের অগ্রগতি ও বিনিয়োগবান্ধব নীতির ফল।
ভারতে নিযুক্ত রুয়ান্ডার হাইকমিশনার হে. এক্স. মিসেস জ্যাকুলিন মুকাঙ্গিরা জানান, “রুয়ান্ডা ও ভারতের সম্পর্ক এখন এক বিশেষ কৌশলগত অংশীদারিত্বে রূপ নিয়েছে। গত দুই দশকে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি উল্লেখযোগ্য, আর ভারত বর্তমানে রুয়ান্ডার দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক বিনিয়োগকারী ও বাণিজ্য অংশীদার।”
দুর্নীতির বিরুদ্ধে কঠোর শূন্য-সহনশীলতা নীতি এবং স্বচ্ছ শাসনব্যবস্থার কারণে আন্তর্জাতিক অঙ্গনে রুয়ান্ডা বারবার প্রশংসিত হয়েছে। ২০২৪ সালে টানা চতুর্থবারের মতো ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট রুল অব ল’ ইনডেক্সে সাব-সাহারান আফ্রিকায় প্রথম স্থান অর্জন করেছে দেশটি।
বিনিয়োগ ও প্রযুক্তিতে অগ্রগতি:
রুয়ান্ডা বিনিয়োগবান্ধব নীতির কারণে বিশ্বব্যাপী শীর্ষস্থানে রয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের ২০২৪ বি-রেডি রিপোর্টে আফ্রিকার সেরা বিনিয়োগ গন্তব্য হিসেবে নাম লিখিয়েছে দেশটি। প্রযুক্তি খাতে দেশটির প্রস্তুতিও প্রশংসনীয়; পূর্ব আফ্রিকান কমিউনিটিতে (EAC) প্রথম এবং আফ্রিকায় পঞ্চম স্থানে রয়েছে, জাতীয় নেটওয়ার্ক কভারেজ ৯৫ শতাংশে পৌঁছেছে।নারী নেতৃত্বের ক্ষেত্রেও রুয়ান্ডা বিশ্বকে অনুপ্রাণিত করছে। সংসদের নিম্নকক্ষে নারীর অংশগ্রহণ প্রায় ৬৪ শতাংশ, যা বৈশ্বিক পরিসরে এক অনন্য উদাহরণ।
বিনিয়োগের সুবর্ণ সুযোগ:
দেশটির উৎপাদন, অবকাঠামো, কৃষি, খনি, তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা, রিয়েল এস্টেট, আর্থিক সেবা, স্বাস্থ্য, শিক্ষা এবং পর্যটনসহ বিভিন্ন খাতে রয়েছে বিস্তৃত বিনিয়োগের সুযোগ। বড় বিনিয়োগকারীদের জন্য রুয়ান্ডা দিচ্ছে আকর্ষণীয় প্রণোদনা, যেমন ৫০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগে ৭ বছরের কর অবকাশ, রপ্তানিকারকদের জন্য ১৫% কর সুবিধা, আঞ্চলিক সদর দপ্তরের জন্য শূন্য কর, এবং শুল্কমুক্ত যন্ত্রপাতি আমদানির সুবিধা।
পর্যটনে বৈচিত্র্য ও আন্তর্জাতিক স্বীকৃতি:
রুয়ান্ডার পর্যটন খাতও সমানভাবে শক্তিশালী। দেশটিতে রয়েছে ইউনেস্কো স্বীকৃত পাঁচটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, যার মধ্যে চারটি গণহত্যা স্মৃতিসৌধ। পর্যটকদের জন্য ভলকানো ন্যাশনাল পার্ক, আকাগেরা ন্যাশনাল পার্ক, নিউংওয়ে ন্যাশনাল পার্ক, লেক কিভু, কঙ্গো নীল ট্রেইল এবং কিগালির প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশ বিশেষ আকর্ষণ।
বিশ্বমানের ইভেন্ট আয়োজনে রুয়ান্ডা এখন একটি উল্লেখযোগ্য নাম। ২০২৪ সালে দেশটি আয়োজন করেছে আফ্রিকা সিইও ফোরাম, বিএএল প্লে-অফ ও ফাইনালস, এবং এফআইএ অ্যাওয়ার্ডস—যা ১২০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে কিগালিতে অনুষ্ঠিত হবে ইউসিআই রোড ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, যা ইভেন্টটির ১০৩ বছরের ইতিহাসে আফ্রিকার জন্য এক গৌরবময় মাইলফলক।
রুয়ান্ডার এই ধারাবাহিক সাফল্য দেশটিকে বিনিয়োগ, পর্যটন ও আন্তর্জাতিক সহযোগিতার এক প্রাণবন্ত কেন্দ্রে পরিণত করেছে।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img