কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সমুদ্র সৈকতের গলফ মাঠ এলাকা থেকে নুরুল আমিন (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে সৈকতের দায়িত্বে থাকা লাইফগার্ডরা মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে কক্সবাজার সদর মডেল থানায় খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়লে জানা যায়, নিহত নুরুল আমিন উখিয়ার বালুখালীর মৃত জুনু মিয়ার ছেলে।তিনি জাতীয় দৈনিক আমার প্রাণের বাংলাদেশ-এর উখিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন এবং রোহিঙ্গা ক্যাম্পে এনজিও ফ্রেন্ডশিপে চাকরি করতেন।
স্থানীয়রা জানান, নুরুল আমিন খুবই অমায়িক স্বভাবের ছেলে ছিলেন। উখিয়ার সংবাদকর্মী শ.ম. গফুর সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘গতকাল রাত ৯টার দিকে চট্টগ্রামের নতুন ব্রিজ কাউন্টারে তার সঙ্গে শেষ দেখা হয়। সে মারসা পরিবহনের টিকিট কেটেছিল এবং তার সঙ্গে তিন অচেনা যুবক ছিল।সকালে তার ঝুলন্ত মরদেহ দেখে হতবাক হয়েছি। এটি রহস্যজনক, পরিকল্পিত হত্যাকাণ্ডও হতে পারে।’
কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’প্রাথমিক তদন্তে নিহতের পকেট থেকে চট্টগ্রাম–কক্সবাজার রুটের একটি গাড়ির টিকিট এবং একটি পান পাওয়া গেছে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল বলছে, নুরুল আমিনের মৃত্যু আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—তা দ্রুত তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়া প্রয়োজন।
