বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫
spot_img

 ঝাউবাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সমুদ্র সৈকতের গলফ মাঠ এলাকা থেকে নুরুল আমিন (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে সৈকতের দায়িত্বে থাকা লাইফগার্ডরা মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে কক্সবাজার সদর মডেল থানায় খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়লে জানা যায়, নিহত নুরুল আমিন উখিয়ার বালুখালীর মৃত জুনু মিয়ার ছেলে।তিনি জাতীয় দৈনিক আমার প্রাণের বাংলাদেশ-এর উখিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন এবং রোহিঙ্গা ক্যাম্পে এনজিও ফ্রেন্ডশিপে চাকরি করতেন।
স্থানীয়রা জানান, নুরুল আমিন খুবই অমায়িক স্বভাবের ছেলে ছিলেন। উখিয়ার সংবাদকর্মী শ.ম. গফুর সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘গতকাল রাত ৯টার দিকে চট্টগ্রামের নতুন ব্রিজ কাউন্টারে তার সঙ্গে শেষ দেখা হয়। সে মারসা পরিবহনের টিকিট কেটেছিল এবং তার সঙ্গে তিন অচেনা যুবক ছিল।সকালে তার ঝুলন্ত মরদেহ দেখে হতবাক হয়েছি। এটি রহস্যজনক, পরিকল্পিত হত্যাকাণ্ডও হতে পারে।’
কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’প্রাথমিক তদন্তে নিহতের পকেট থেকে চট্টগ্রাম–কক্সবাজার রুটের একটি গাড়ির টিকিট এবং একটি পান পাওয়া গেছে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল বলছে, নুরুল আমিনের মৃত্যু আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—তা দ্রুত তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়া প্রয়োজন।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img