রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫
spot_img

হাসিনা যদি গণভবনে মারা যেত, তাহলে আ. লীগ বেঁচে যেত : ব্যারিস্টার ফুয়াদ

অনলাইন ডেস্ক : ‘শেখ হাসিনা যদি গণভবনে মারা যেতেন, আওয়ামী লীগ বেঁচে যেত’ বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তার দাবি, কোনো একটা পলাতক স্বৈরাচার কখনো বিজয়ীর বেশে ক্ষমতায় ফিরে আসে না।সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ এবং সে ওই অর্থে কার্যক্রমে মানে লেজিট কার্যক্রমে সে নাই।এটা আসলে নির্বাচনের মাঠে কোনো ইমপ্যাক্ট ফেলবে কিনা? উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘আওয়ামী লীগ প্রশ্নটা হিস্টোরিক্যাল জায়গা থেকে আমাদেরকে ডিল করা হয় নাই এখনো। অনেকেই দেখবেন যে আওয়ামী লীগের যে ল্যাসপেন্সার গোষ্ঠী আছে তাদের ভেতরে একটা বিশাল গোষ্ঠী আছে যারা বিশ্বাস করে আওয়ামী লীগ ফিরে আসবে। তবে কোনো একটা পলাতক স্বৈরাচার কখনো বিজয়ীর বেশে ক্ষমতায় ফিরে আসে না। এটার হিস্ট্রি নাই।
‘৭৫ ও ‘২৪-এর পার্থক্য তুলে ধরে তিনি বলেন, ‘দেখেন ১৯৭৫ এর আগস্ট আর ২০২৪ এর আগস্ট কেন ভিন্ন। ৭৫ এর আগস্টে শেখ মুজিব আত্মীয়স্বজনসহ বাংলাদেশের মাটিতে ঘরে বসে খুন হয়েছে। কেউ পালায়নি। আর ২৪ এর আগস্টে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন।নিজের ঘরে মারা গেলে রাজনৈতিকভাবে যে একটা সহানুভূতি হতে পারে, এটা বাংলাদেশে প্রমাণিত হয়েছে। শেখ হাসিনাকে দিয়ে সেই শোকের রাজনীতি তৈরি করা যাবে না।’
এবি পার্টির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগের লোকরা বলে যে ওয়ান ইলেভেনের সময় তো আমাগো নেত্রী একবার পালাইছিল। তবে এই পালানো আর ২৪-এর পালানোর ভেতরে পার্থক্য আছে। একটা হলো জেল থেকে বের হয়ে জীবিত পালানো নিজের স্বেচ্ছায় পালানো; আরেকটা হলো তাকে গণ-অভ্যুত্থানের মুখে পালাতে বাধ্য করা।সিনা যদি সিদ্ধান্ত নিত যে, না আমি গণভবনে বসে মরে যাব। তাহলে তার দলটা বেঁচে যেত।’
আওয়ামী লীগের ভবিষ্যত প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘শেখ মুজিবের পুরো বংশ মারা গেলেও শেখ হাসিনার মতো রেহানার মতো মানুষ বেঁচে ছিল। যারা বাবার রাজনীতিটাকে দেখে দেখে বড় হয়েছে। তার পলিটিক্যাল লিনিয়েজ ছিল। শেখ হাসিনার কোনো পলিটিক্যাল লিনিয়েজ নাই। ক্রিমিনাল সান এবং ডটারস আছে।’

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img