বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫
spot_img

চান্দগাঁওয়ে স্ত্রী-প্রেমিকের হাতে স্বামী খুন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে পরকীয়া প্রেমের জেরে আকিব (৩২) নামে এক প্রবাসীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পরকীয়া প্রেমিক সাইফুলকে আটক করেছে পুলিশ। স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পুরাতন চান্দগাঁওয়ের পাঠানিয়া গোদা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতের এক বন্ধু জানায়, আমার বন্ধু যখন বিদেশে ছিল তখন তার স্ত্রী পরকিয়া সম্পর্কে জড়িয়ে যায়। সেটি আমাদের বন্ধু অনেক সময় আমাদের ফেনে ভয়েস রেকর্ডে। তার স্ত্রী তাকে তার পরিবারের কাছ থেকে আলাদা করে ফেলেছিল। সে পরে আলাদা বাসায় চলে যায়। ওই বাসায় থেকে সে পরকিয়ায় জড়িয়ে যায়। এক পর্যায়ে যখন আমার বন্ধু বিদেশ থেকে আসে তখন এসব বিষয় নিয়ে কথা হয়। গতকাল রাতে ওই বাসায় তার স্ত্রী পুষ্পা তার পরকিয়া প্রেমিককে ডেকে আনে। ডেকে এনে আমার বন্ধুকে জবাই করে হত্যা করে। মৃত্যু নিশ্চিত করার জন্য তার পুরো শরীরে ছুরিকাঘাত করা হয়।
নিহতের আকিবের মা জানায়, পরকিয়া প্রেমের জেরে আমার ছেলে খুন হয়েছে। আমরা এর আগেই পারিবারিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেছিলাম। অনেকবার পারিবারিক বৈঠক হয়েছিল। কিন্তু মেয়েটি শুধরায়নি। তার প্রেমিকসহ গতকাল রাতে আমার ছেলেকে খুন করে। আমি এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ বিচার চাই।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির। তিনি জানান, চান্দগাঁওয়ে বহদ্দারহাট থেকে এক প্রবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img